উত্তরদিনাজপুর

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল সোনু গুপ্তা

সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫১ শতাংশ নম্বর নিয়ে পাশ করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শক্তি নগরের দেড় ফুট উচ্চতার ছাত্র সোনু গুপ্তা। শারীরিক প্রতিবন্ধকতা, ইচ্ছা শক্তির কাছে যে কোন বাধা নয়, এই কথাটি আবার প্রমাণ করে দিল মোহনবাটি হাই স্কুলের এই ছাত্রটি। 

গত ২০১৬ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর শারীরিক বাধা ও পরিবারের আর্থিক দৈনতাকে দুরে ঠেলে, এগিয়ে যাওয়ার শপথ নেয় সোনু। রায়গঞ্জ মোহনবাটী হাই স্কুলে কলা বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি হয় সে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার সিট পড়েছিল কাশিবাটি বিবেকানন্দ উচ্চ বিদ্যাপিঠে। শহরের শক্তিনগরের বাসিন্দা সোনু গুপ্তা বাবার সাইকেলের পেছনের ক্যারিয়ারে বসে প্রায় ৪ কিলোমিটার দূরে গিয়ে প্রতিদিন পরীক্ষায় বসেছে। নির্দিষ্ট সময়েই পৌছে গিয়েছে পরীক্ষা কেন্দ্রে। তার ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে শারীরিক প্রতিবন্ধকতা। তাই কাশিবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও সোনুর সাফল্যে বেশ উচ্ছ্বসিত। বাবা বাবলু গুপ্তার ছোট্ট একটি মুদির দোকান রয়েছে বাড়িতেই। কোন রকমে দিন গুজরান হয় তাদের। বিদ্যালয় থেকে প্রাইভেট টিউশন সমস্ত ক্ষেত্রেই সোনুকে নিয়ে যাওয়া ও নিয়ে আসা থেকে শুরু করে, যাবতীয় দায়িত্ব এতদিন সামেলেছে বাবা বাবলু গুপ্তা। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ছেলেকে নানাভাবে উত্সাহিত করে আসছেন তিনি। তার আশা সোনু একদিন নিজের পায়ে দাঁড়াবেই। সোনু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫১ শতাংশেরও বেশী নম্বর পেয়ে পাশ করেছে। সে বাংলায় ৫০, ইংরাজীতে ৪৪, দর্শনে ৪৮, রাষ্ট্রবিজ্ঞানে ৪০, সংস্কৃতে ৬২ এবং এডুকেশনে ৫১ পেয়েছে। 

সোনু গুপ্তা তার এই সাফল্য সম্পর্কে বলতে গিয়ে জানায়, প্রতিবন্ধকতা থাকলেও সে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আরও উচ্চ শিক্ষিত হতে চায়। সংস্কৃতে অনার্স নিয়ে পড়ে স্নাকতোত্তর পড়ার ইচ্ছা রয়েছে তার। নিজের পায়ে দাঁড়ানোই তার একমাত্র লক্ষ্য বলে সে জানায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/v5tb155svak